ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ৬ আগস্ট ২০২৪

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার

খালেদা জিয়া

চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার আলাদা আলাদা বক্তব্যে এ আহ্বান জানিয়েছেন তারা। এর আগে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।
এ বিজয়কে জনতার বিজয় উল্লেখ করে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। 
একই বিষয়ে অপর এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীকে শান্তভাবে উদ্্যাপন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৫২, ৭১ কিংবা ৯০ এর মতো ছাত্র-জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন, অনুগ্রহ করে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবে না।

×