
ক্যঅপ: অফিস। ছবি: ইন্টারনেট
তিনদিন ছুটির পর কাল বুধবার থেকে শুরু হচ্ছে অফিস-আদালত। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-শায়িত্বশাষিত, বেসরকারি অফিস, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, পোশাক কারখানাসহ সব ধরণের প্রতিষ্ঠান।
তবে আপিল বিভাগ, হাইকোট ও বিচারিক আদালতের কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর সোয়া ১ টা চলবে। এছাড়া হাইকোট বিভাগে সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সোয়া চার টা পর্যন্ত চলবে বলে বলে আদালত থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার ও বৃহস্পতিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-শায়িত্বশাষিত এবং বেসরকারি অফিসের জন্য সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। তবে জরুরী সেবা, হাসপাতাল, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকগণ এবং কর্র্মীরা এই সময়সূচীর আওতা বহির্ভুত থাকবে।
এদিকে আগামী ২৪ ও ২৫ জুলাই দেশের ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের সময় সূচী সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসআর