রাস্তায় হেঁটে সংসদে পৌঁছান তিনি।
সরকারি চাকরিতে কোটাবাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বুধবার (১০ জুলাই) সকাল থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে মানুষ।
এদিকে, রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষের মতো ভোগান্তিতে পড়েন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইইউ রাষ্ট্রদূতের।চার্লস হোয়াইটলি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে নিচে নামছেন তিনি। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি সংসদে পৌঁছান। এ সময় সঙ্গে ছিল তার সহকারী বার্নড।
ভিডিওর ক্যাপশনে ইইউ রাষ্ট্রদূত লেখেন, ‘আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।’
এম হাসান