
ঢাকা সমিতির সদস্যদের তথ্য হালনাগাদের শেষ সময় ৩০ জুন
ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) আসন্ন নির্বাহী পরিষদের নির্বাচনের সমিতি সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদ করা হচ্ছে। সংগঠনের সভাপতি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৩০ জুনের মধ্যে সমিতি অফিসে যোগাযোগ করে তথ্য হালনাগাদ করতে।
ঢাকা সমিতির সব পৃষ্ঠপোষক সদস্য ও আজীবন সদস্যদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমিতির সদস্যরা যাতে সঠিকভাবে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারে এবং নির্বাচনকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে পারে, এজন্য সদস্যদের তথ্য হালনাগাদ করা প্রয়োজন।
হালনাগাদের জন্য ২ কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান ঠিকানা, মোবাইল (হোয়াটাসঅ্যাপ) নম্বর, ন্যাশনাল আইডি কার্ড, ই-মেইল আইডি (যদি থাকে), ফেসবুক আইডি (যদি থাকে) দিতে হবে।
সমিতির নয়াবাজারস্থ অফিসে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত (শুক্রবার ছাড়া) তথ্য হালনাগাদ চলছে।
এছাড়া অনলাইনে https://dhakasamity.com/registration ওয়েব অ্যাডড্রেসেও করা যাবে তথ্য হালনাগাদ।তথ্য হালনাগাদের জন্য প্রয়োজনে ০১৭১৬২৮৯৮৫৯ (আ. রহিম), ০১৮১৬৬৬৭০১১ (আবু তালেব), ০১৭৬৬১০৫৪১৫ (মো. হোসেন বাবলা) নম্বরগুলোতেও যোগাযোগ করা যাবে।
রুমেল খান