ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

হালনাগাদ করতে হবে ঢাকা সমিতির সদস্যদের তথ্য

প্রকাশিত: ১৯:৫০, ১৯ জুন ২০২৪

হালনাগাদ করতে হবে ঢাকা সমিতির সদস্যদের তথ্য

ঢাকা সমিতির সদস্যদের তথ্য হালনাগাদের শেষ সময় ৩০ জুন

ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) আসন্ন নির্বাহী পরিষদের নির্বাচনের সমিতি সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদ করা হচ্ছে। সংগঠনের সভাপতি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৩০ জুনের মধ্যে সমিতি অফিসে যোগাযোগ করে তথ্য হালনাগাদ করতে।

ঢাকা সমিতির সব পৃষ্ঠপোষক সদস্য ও আজীবন সদস্যদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমিতির সদস্যরা যাতে সঠিকভাবে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারে এবং নির্বাচনকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে পারে, এজন্য সদস্যদের তথ্য হালনাগাদ করা প্রয়োজন। 

হালনাগাদের জন্য ২ কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান ঠিকানা, মোবাইল (হোয়াটাসঅ্যাপ) নম্বর, ন্যাশনাল আইডি কার্ড, ই-মেইল আইডি (যদি থাকে), ফেসবুক আইডি (যদি থাকে) দিতে হবে।
সমিতির নয়াবাজারস্থ অফিসে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত (শুক্রবার ছাড়া) তথ্য হালনাগাদ চলছে।
এছাড়া অনলাইনে https://dhakasamity.com/registration ওয়েব অ্যাডড্রেসেও করা যাবে তথ্য হালনাগাদ।তথ্য হালনাগাদের জন্য প্রয়োজনে ০১৭১৬২৮৯৮৫৯ (আ. রহিম), ০১৮১৬৬৬৭০১১ (আবু তালেব), ০১৭৬৬১০৫৪১৫ (মো. হোসেন বাবলা) নম্বরগুলোতেও যোগাযোগ করা যাবে।

 

রুমেল খান 

×