পণ্যবাহী ট্রেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার রাত ১ টা থেকে বন্ধ হচ্ছে পণ্যবাহী ট্রেন চলাচল। তবে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন যথারীতি চলবে। ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, ঈদুল আজহার আগে ১৪ জুন রাত ১ টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী (গুডস) ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
এসআর