ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বেনজীর ইস্যুতে যা বললেন আইজিপি 

প্রকাশিত: ১৯:২৫, ১০ জুন ২০২৪

বেনজীর ইস্যুতে যা বললেন আইজিপি 

বেনজির ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

সাবেক আইজিপি বেনজীর আহমদের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ দুদকের তলবের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তে যা হয় দেখা যাবে।

সোমবার (১০ জুন) সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশ দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে, বাহিনীর মনোবল অক্ষুণ্ন আছে। আইজিপি আরো বলেন, এক সময় তথাকথিক সোর্স নির্ভর পুলিশিং হতো। কিন্তু পুলিশিং যে একটা সায়েন্স, এটা বর্তমানে প্রতিষ্ঠিত। যে কোনো ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট রহস্য উন্মোচনে প্রতিযোগিতায় নামে। এই বাহিনী আধুনিক হয়েছে।

সময়ের চাহিদার কারণে সিলেটে অফিসার্স মেস করা হয়েছে বলে জানান তিনি। দেশের বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সাক্ষী দিতে গেলে সেখানে থাকতে পারবেন।

 

শহিদ

×