ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কারওয়ান বাজার থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল বন্ধ

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ মে ২০২৪

কারওয়ান বাজার থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেলের লাইনে গাছের ডাল।

কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রেলের লাইনের উপর গাছের ডাল পড়ায় এ অংশে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। তবে উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত অংশে চলাচল করছে মেট্রোরেল।

সোমবার (২৭ মে) বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্ম থেকে যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে বিকল্প উপায়ে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। আজ সকালেও বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেওয়ায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘এ নিয়ে অপারেশন টিম কাজ করছে। একটা সমাধান আসবে।’

এর আগে আজ সোমবার সকাল ৭টার পর মেট্রোরেল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর মতিঝিলগামী অংশ চালু করা হলেও আবার বন্ধ হয়। উভয় দিকের চলাচল স্বাভাবিক হয় সকাল ১০টার পর।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×