
সংবাদ সম্মেলন
নবম-পে-স্কেল দ্রুত বাস্তবায়নসহ ৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী আবু সায়েম।
সংগঠনের দাবিগুলো হলো- নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, পেনশন/আনুতোষিক সুবিধা ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ, আউট সোর্সিং প্রথা বাতিল করে কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতানুসারে পদোন্নতির ব্যবস্থাকরণ, কেন্দ্রীয় কার্যালয়ে “বঙ্গবন্ধু ভবন” নামকরণ করে বহুতল ভবন নির্মাণ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আলী, কার্যকরি সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সুজন, মোঃ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মোঃ আব্দুল হালিম মিঞা, অর্থ সম্পাদক পলাশ আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বুলবুল, প্রচার সম্পাদক সারোয়ার জমাদ্দার, মহিলা সম্পাদিকা সানোয়ারা বেগম প্রমূখ।
সেতু//শহিদ