ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১২:২৩, ৩০ নভেম্বর ২০২৩

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। ফাইল ফটো

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, এর মধ্যে শুধু ঢাকা ও আশপাশের জেলাতেই ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : মিশিগানে গ্রেটার চট্রগ্রাম অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক অনুষ্ঠান

সারা দেশে চলছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী জোটগুলোর হরতাল, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। অবরোধ চলাকালে দেশের কিছু স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এখন আবার চলছে হরতাল।

 এসআর

×