ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

সন্ত্রাসীদের গুলিতে আহত ভুবনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন :রংপুর গেলেন এডিসি হারুন, বাড়ল তদন্তে সময়

ভুবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক পলাশ চন্দ্র শীল। তিনি বলেন, ‘আজ সকালে আমার জামাই বাবু মারা গেছেন। লাশ ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রাইভেটকার আরোহী এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লাগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ভুবন চন্দ্র শীলের সংসার। গোমতী টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন ভুবন। রাজধানীর গুলশানে তার অফিস। ঘটনার রাতে কাজ শেষে অফিস থেকে মতিঝিলের আরামবাগের বাসায় ফেরার পথে তেজগাঁও এলাকায় গুলিবদ্ধ হন তিনি।

ভুবন শীল আরামবাগের বাসায় একাই থাকতেন। তার স্ত্রী রত্না একমাত্র মেয়েকে নিয়ে থাকেন নোয়াখালীর মাইজদীতে। রত্না মাইজদীর একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের মেয়ে ভূমিকা চন্দ্র শীল সদ্য এসএসসি পাস

এম হাসান

×