
আগুন
রাজধানীর সোয়ারিঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৭ মিনিটে ওই কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমএস