
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪৫) বছরের এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, হাসপাতালের বহির্বিভাগ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা, ওই নারী ভবঘুরে প্রকৃতির। অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এমএইচ