ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

হাজী সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ১৭:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২৩

হাজী সেলিমের ছেলে ইরফানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের রিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আদালতে শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূর। আদালত সূত্রে জানা যায়, মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল বুধবার। কিন্তু এদিন আসামি ইরফান সেলিম আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন।
 
একই সঙ্গে ইরফান সেলিম ও তার সহযোগী আরও চার জনের বিরুদ্ধে চার্জগঠনেরও সুপারিশ করেছেন আদালত। এরমধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো।

তবে সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই সঙ্গে আগামী ৬ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এ মামলার অন্য আসামিরা হলেন- ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু, সহযোগী কাজী রিপন ও গাড়িচালক মীজানুর রহমান। তাদের মধ্যে বর্তমানে কারাগারে আছেন জাহিদুল। মীজানুর ও দীপু জামিনে আছেন এবং পলাতক রয়েছেন কাজী রিপন।

 

এমএস

শীর্ষ সংবাদ:

বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
জামিন পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প
মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪০