ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

চকোলেট হেয়ারস্টাইল 

এনডিটিভি অবলম্বনে

প্রকাশিত: ২৩:০৮, ২৮ জানুয়ারি ২০২৩

চকোলেট হেয়ারস্টাইল 

সাধারণত নিজের বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করতে কত কিছুই না করেন নববধূরা

সাধারণত নিজের বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করতে কত কিছুই না করেন নববধূরা। প্রত্যেকেই নিজের বিয়ের অনুষ্ঠানে অন্যরকম কিছু করে দিনটিকে স্মরণীয় করে রাখতে চান। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য বিয়ের দিনে অনেক সাজসজ্জাও করে থাকেন। তেমনি সম্প্রতি ভারতের এক নববধূ নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করতে চকোলেট দিয়ে কেশবিন্যাস করেছেন। চিত্রা নামের এই নারী মেকআপ আর্টিস্ট সম্প্রতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এটি ইতোমধ্যে ৬০ লাখ মানুষ দেখেছেন। 
ভিডিওতে দেখা গেছে, ওই নববধূ চকোলেটের প্যাকেট দিয়ে কেশবিন্যাস করেছেন। শুধু কেশবিন্যাসই নয় ওই নববধূ চকোলেট দিয়ে কানের দুল, গলার চেন, মাথার টিকলি, কোমরের বিছা তৈরি করেছেন। ভিডিওটি চেন দেখার পর অনেকে ওই নববধূকে বাচ্চাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে কমেন্ট বক্সে লিখেছেন, বাচ্চা থেকে দূরে থাকবেন। কারণ তারা আপনার চকোলেট খেয়ে আপনার চুল নষ্ট করে ফেলবে। -এনডিটিভি অবলম্বনে 

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: