ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ডেঙ্গু নিয়ন্ত্রণে অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ

প্রকাশিত: ২২:২৭, ২৫ জানুয়ারি ২০২৩; আপডেট: ২২:২৯, ২৫ জানুয়ারি ২০২৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ডেঙ্গু নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত পর্যায়ের সফলতা আনতে না পারলেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সফলতা অনেক ভালো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

বুধবার (২৫ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে সফলতা আনতে পারিনি। তার পরেও সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ডসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অমাদের সফলতা অনেক ভালো। আমরা পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে তাদের কার্যক্রম হাতে নেয়ার জন্য ইন্টিগ্রেটেড ভ্যাক্টর ম্যানেজমেন্ট পলিসি খসড়া করেছি। পাশাপাশি গবেষণার মাধ্যমে কিভাবে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব সেই চেষ্টা চলছে।

তিনি জানান, ডেঙ্গু শুধু আমাদের দেশের সমস্যা না, বিশ্বব্যাপী এ সমস্যা রয়েছে। 
 

এমএম

×