
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের ফলে বিদেশগামী-ফেরত যাত্রীরা দুর্ভোগে শিকার হয়েছেন। নির্ধারিত ফ্লাইটগুলো বিলম্বে ছাড়বে বলেও জানা গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্বে ছাড়েনি। পাশাপাশি ইমিগ্রেশন, চেক-ইন, লাগেজ বেল্ট, বোর্ডিং পাসসহ সকল কার্যক্রম বর্তমানে স্বাভাবিক আছে।
এসআর