ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে ইলিশ রফতানির মেয়াদ বাড়ল

প্রকাশিত: ২১:১৭, ৩ অক্টোবর ২০২২; আপডেট: ২২:০৮, ৩ অক্টোবর ২০২২

ভারতে ইলিশ রফতানির মেয়াদ বাড়ল

ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানি শুরু হয়। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল। ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ  রফতানি অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রফতানি হয়েছিল।

এসআর

সম্পর্কিত বিষয়:

×