ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

 দক্ষিণখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১

প্রকাশিত: ১২:০১, ২৪ সেপ্টেম্বর ২০২২

 দক্ষিণখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

রাজধানীর দক্ষিণখান আটি পাড়ায় একটি টিনশেড বাড়িতে আগুনে  এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তার স্ত্রী সমলা বেগম জানান, আটিপাড়া বড়বাগ মহিলা মার্কেট সংলগ্ন মামুনের টিনসেড বাড়িটিতে স্বামীর সাথে তিনি, এক সন্তান ও সমলার বেগমের মা ভাড়া থাকেন তারা। রাতে ১২টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর তার স্বামী বাবুল মিয়া রান্নাঘরে গিয়ে গ্যাস লাইটার দিয়ে মশার কয়েল জ্বালানোর চেষ্টা করেন। তখন সেখানে আগুন ধরে যায়। এতে তার শরীরে দগ্ধ হয়। চিৎকার শুনে পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাতেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করান।

তিনি জানান, বাড়িটিতে গ্যাস লাইন ও সিলিন্ডার দুটোই রয়েছে। তাদের ধারণা, গ্যাস থেকেই এই আগুন লেগেছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বাবুর মিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

স্বজনরা জানান, বাবুল মিয়ার বাড়ি গাজীপুর শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে। বাবার নাম হযরত আলী। পেশায় রিকশার মেকার তিনি।

তাসমিম

×