ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আনুষ্ঠানিকভাবে পশু বিক্রি শুরু

রাজধানীর হাটে এবার বড় সাইজের গরু বেশি

এম শাহজাহান

প্রকাশিত: ০০:০৩, ৭ জুলাই ২০২২

রাজধানীর হাটে এবার বড় সাইজের গরু বেশি

রাজধানীর হাটে

সরকারী ঘোষণা অনুযায়ী ঢাকার ২০ হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির গবাদিপশু বেচাকেনা শুরু হয়েছেদেশের বিভিন্ন স্থান থেকে হাটগুলোতে ট্রাক ও লরিতে করে আনা হচ্ছে কোরবানিযোগ্য গরু, ছাগল, ভেড়া ও মহিষহাটে ক্রেতাও আসতে শুরু করেছে, তবে তাদের বেশিরভাগ দরদামের মধ্যেই আপাতত সীমাবদ্ধ থাকছেন

ফলে পুরোদমে এখনও জমে ওঠেনি পশুর হাটহাটগুলো পশুতে ঠাসা থাকলেও বিক্রি সেভাবে জমে ওঠেনিআশা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার থেকে পশু কিনবেন নগরবাসীইজারাদারদের মতে, শুক্র ও শনিবার দুদিন ক্রেতাদের ঢল নামবে কোরবানির পশুর হাটেএদিকে, ঢাকার হাটগুলোতে এবার বড় সাইজের গরু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে

বাংলাদেশের বিভিন্ন খামারে পালিত আমেরিকান ৫০০ ব্রাহমা জাতের গরু বিক্রি হবে এবার কোরবানির হাটেআকারভেদে প্রতিটির ওজন হবে ৩০ থেকে ৪৫ মণশৌখিন ও ধনাঢ্য কোরবানি দাতাদের কাছে এসব গরুর বিশেষ চাহিদা রয়েছেএছাড়া দেশের সবচেয়ে বড় গরুগুলো কোরবানির হাটে তুলেছেন বেপারিরাখামার মালিকদেরও ব্যাপক প্রস্তুতি নিয়ে পশু বিক্রি শুরু করেছেন। 

এদিকে, অনেক খামারি দেশ-বিদেশের শীর্ষ তারকাদের নামানুসারে কোরবানির গরু-ছাগলের নাম রেখেছেনক্রেতা আকর্ষণে জায়েদ খান, হিরো আলম, শাকিব খান ও অনন্ত জলিলের মতো তারকাদের নামের সঙ্গে মিল রেখে কোরবানির পশুর নাম রাখা হয়েছেএছাড়া সম্রাট, রাজা, বাদশা, শাহেনশাহ, প্রিন্স, শাহজাদা, চেয়ারম্যান, মেম্বার ও কালোমানিকসহ নানা ধরনের বাহারি নামের কোরবানির গরু আনা হয়েছে ঢাকার হাটেকোন কোন বেপারি গরুর সঙ্গে ছাগল ফ্রি দিয়ে বেশি দাম হাঁকছেন

ক্রেতারা হাটে হাটে ঘুরে ঘুরে দেখছেন এসব পশুঢাকার সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলীতে বিদেশী পশু উট ও দুম্বা আনা হয়েছে বিক্রির উদ্দেশ্যেরাজধানীর কমলাপুর- গোপীবাগ-মুগদাপাড়া পশুর হাট ও খিলগাঁও দক্ষিণ শাজাহানপুরের অস্থায়ী হাট ঘুরে দেখা যায়, বিপুল সংখ্যক গরু, ছাগল ও অন্যান্য পশু উঠেছে হাট দুটোতেবড় সাইজের গরুগুলো দেখতে ক্রেতারা ভিড় করছেন কোন কোন খুঁটির সামনেঅনেকে গরুর সঙ্গে সেলফি তুলছেনদামে পছন্দ হলে অনেক ক্রেতা কিনে নিচ্ছেন কোরবানির পশু

তবে বেশিরভাগ ক্রেতা দরদাম করছেনএক হাট থেকে আরেক হাটে ঘুরে বেড়াচ্ছেনক্রেতাদের অভিযোগ ছোট ও মাঝারি সাইজের গরুর দাম এবার বেশিঅন্যদিকে সেই তুলনায় বড় গরুর দাম কিছুটা কমবেপারি কিংবা বিক্রেতারাও এখন বেশি করে দাম চাচ্ছেনআরও দুএকদিন দেখে হয়ত তারা পশুটি বিক্রি করে দিবেন

অন্যদিকে বিক্রেতারা বলছেন, যারা এখন আসছেন তারা শুধু ঘুরে ঘুরে দেখছেনপশু কিনছেন নাদাম কম বলছে বলেও অভিযোগ রয়েছে বিক্রেতাদেরদাম বেশি কম নিয়ে ক্রেতা-বিক্রেতার পাল্টপাল্টি অভিযোগ করছেনকুষ্টিয়া থেকে ঢাকার শাজাহানপুর হাটে পশু নিয়ে এসেছেন জব্বার তালুকদারতিনি জানান, স্থানীয় খামার থেকে তিনি ২০টি গরু কিনে ঢাকায় নিয়ে এসেছেনকিন্তু এ পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র দুটিবাকি গরুগুলো আরও দুএকদিন থেকে তিনি বিক্রি করে দিবেন

তিনি জানান, এখনও হাটে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছেতবে ক্রেতারা আসতে শুরু করেছেওই হাটের ইজারাদার আব্দুল লতিফ মিয়া জনকণ্ঠকে বলেন, হাটে পর্যাপ্ত গরু রয়েছেএখানে পুলিশের পাশাপাশি হাটকর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছেএছাড়া ক্রেতা-বিক্রেতাদের জন্য মাইকে সার্বক্ষণিক দিক-নির্দেশনা ও সতর্কবাণী প্রচার করা হচ্ছেফলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার কোন সুযোগ নেই হাটে

করোনা সংক্রমণরোধে মাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হচ্ছেএছাড়া মার্কেট কর্তৃপক্ষও নিজস্ব ব্যবস্থাপনায় স্যানিটাইজার সরবরাহ করছেএদিকে, শাজাহানপুরের এই হাটে জামালপুর থেকে রাজা বাবু নামে প্রায় ৪০ মণ ওজনের একটি গরু নিয়ে এসেছেন লালমিয়া বেপারিগরুটি দেখার জন্য ক্রেতারা ভিড় করছেন ক্রেতারাঅনেক ক্রেতা আগ্রহী হয়ে গরুটির সঙ্গে সেলফি তুলছেনএখন পর্যন্ত গরুটির দাম উঠেছে ৮ লাখ টাকাআরেকজন ৭ লাখ ২০ হাজার টাকা দাম বলেছেন

কিন্তু এই দামে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন লালমিয়াউত্তর শাজাহানপুরের এ হাট মূলত শাহাজানপুর রেলওয়ে কলোনির ভেতরের ফাঁকা মাঠে বসেঅস্থায়ী হাট বসায় কলোনিবাসী কিছুটা দুর্ভোগের মুখে পড়লেও অন্যদিকে নিকটেই গরু কেনার সুযোগ পাওয়ায় খুশি তারা

আমেরিকান ৫০০ ব্রাহমা জাতের গরু কোরবানির হাটে ॥  এবারই দেশে প্রথমবারের মতো আমেরিকান ৫০০ ব্রাহমা জাতের বড় সাইজের গরু কোরবানির পশু হাটে তোলা হয়েছেঢাকার বিভিন্ন হাটে এসব গরুর দেখা মিলছেএর পাশাপাশি কিছু গরু যাবে বন্দর নগরী চট্টগ্রামে

মূলত ধনাঢ্য ও শৌখিন ব্যবসায়ীদের টার্গেট করে দেশের শীর্ষ খামারে এসব গরু লালন-পালন করা হয়েছেএ প্রসঙ্গে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন জনকণ্ঠকে বলেন, আমেরিকান ব্রাহমা বড় জাতের ৫০০ শতাধিক গরু বিক্রির প্রস্তুতি নিয়েছেন খামার মালিকরাইতোমধ্যে এসব গরু রাজধানীর বিভিন্ন হাটে তোলা হয়েছে

এক একটি ব্রাহমা জাতের গরু থেকে ৩০-৪৫ মণ পর্যন্ত মাংস পাওয়া যাবেক্রেতাদের কাছে এসব গরুর চাহিদা রয়েছেএর পাশাপাশি ফিজিয়ান ও অস্ট্রেলিয়ান জাতের বড় গরুগুলো খামারে লালন-পালন করা হয়েছে

×