ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

গতবছরেও এক হাজার কেজি ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন

ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১৮:২৬, ৫ জুলাই ২০২২; আপডেট: ১৯:৪৭, ৫ জুলাই ২০২২

ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আম

ব্রুনাই দারুসসালমের সুলতান হাজী হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৯শ কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপহারের এই আমগুলো মঙ্গলবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সেদেশের বাংলাদেশ হাইকমিশন।
আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

গতবছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাঁড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।
 
 

সম্পর্কিত বিষয়:

×