
বাইডেন
ইউরোপজুড়ে সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বাইডেন বলেন, ন্যাটো জোটের এখন আরও বেশি শক্তি প্রয়োজন তবে আগে এত দরকার ছিল না। স্থল, আকাশ এবং সমুদ্র-সব দিক দিয়ে ন্যাটোকে শক্তিশালী করা হবে। - খবর বিবিসির।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার কথা জানান। এ সময় বাইডেন বলেন, পুতিন ইউরোপে শান্তি ভেঙ্গে দিয়েছেন। সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের আক্রমণ করেছেন। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। এরইমধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদের আবেদনে সমর্থন দিতে রাজি হয়েছে তুরস্ক। ন্যাটোর ঐক্যের কথা জানিয়ে বাইডেন বলেন, ইউক্রেন ইস্যুতে পুতিনের কৌশল রাশিয়াকে উল্টো বিপদে ফেলেছে। বৈঠকে স্টলেনবার্গ বলেন, পুতিন যা আশা করেছিলেন ন্যাটোর সম্প্রসারণ তার বিপরীত। এদিকে যতদিন পর্যন্ত প্রয়োজন হয় ততদিন ইউক্রেনে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে ন্যাটো মিত্ররা। মাদ্রিদে ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনে এমন মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ওলাফ শুলৎজ বলেন, এটা ইতিবাচক যে, বিভিন্ন দেশ এখানে জড়ো হয়েছে। কিন্তু অনেক দেশও ইউক্রেনের আত্মরক্ষায় অবদান রাখতে পারে। শুধু আর্থিক ও মানবিক সহায়তা নয়, বরং জরুরী প্রয়োজনে অস্ত্র সরবরাহের মাধ্যমেও এটি করা যেতে পারে।