ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কুবির ৫৮ শিক্ষার্থী বৃত্তি পেল

প্রকাশিত: ০০:০৭, ২৫ মে ২০২২

কুবির ৫৮ শিক্ষার্থী বৃত্তি পেল

কুবি সংবাদদাতা ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬টি অনুষদের বিভিন্ন বিভাগে মোট ৫৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কুবি ভাচুর্য়াল ক্লাসরুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল’ (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. রশিদুল ইসলাম শেখ এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
×