ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফিলিস্তিনে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দায় বাংলাদেশ

প্রকাশিত: ০১:১২, ১৭ মে ২০২২

ফিলিস্তিনে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দায় বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ফিলিস্তিনী ভূখণ্ডে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনীদের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের ন্যায্য দাবিকে স্তব্ধ করে দিতেই ইসরাইলী দখলদার বাহিনী আবু আকলেহের ওপর এ হামলা চালায়। তিনি ওই সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে অপরাধ ও সংঘটিত ঘটনার প্রতিবেদন তৈরি করছিলেন। এই ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর ইসরাইলের সহিংসতার উদাহরণ।’ খবর বাসসর। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও নীতি-আদর্শের সুস্পষ্ট লংঘন। আর এ জন্যই অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অধিকন্তু, বাংলাদেশ পূর্ব জেরুজালেমে আবু আকলেহের শেষকৃত্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর ইসরাইলী পুলিশের শক্তি প্রদর্শন ও অসম্মানজনক অশোভন আচরণের নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, হয়রানি ছাড়াই কোন মানুষের জন্য শেষকৃত্য অনুষ্ঠানে শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনায় প্রার্থনার অনুমোদন দেয়া ন্যূনতম মানবিক মূল্যবোধ। আবু আকলেহের হত্যাকা-ের মতো এই জঘন্য অপরাধে দখলদার বাহিনী সম্পূর্ণভাবে দায়ী। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঘটনার বিচার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেয়া এবং ওপিটিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
×