
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে খুব শিগগিরই আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। তবে এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে। আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। সে যদি এনসিপির কেউ হয়, তাকেও রেহাই দেওয়া যাবে না। আমরা যেমন জুলাই আন্দোলনে বিজয়ী হয়েছি, তেমনি এ আন্দোলনেও জয় আমাদের হবেই।
জুলাই পদযাত্রার ১৩তম দিনে আজ রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে এনসিপির জুলাই পদযাত্রা সার্কিট হাউস থেকে শুরু করে উপজেলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। প্রবল বর্ষা উপেক্ষা করে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, এক সময় আমরা মাত্র কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত লাখো লাখো মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। হাসিনার পতন ঘটিয়েছে। কাজেই মানুষের সংখ্যা দেখিয়ে আমাদের আর দমিয়ে রাখা যাবে না।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পরে আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং আমরা বর্তমান সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সব জনদাবির বিরুদ্ধে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানের শক্তি এখনও বাকি আছে, এখনও তাদের গণজোয়ার রয়েছে। আপনারা নাগরিক পার্টির সঙ্গে থাকবেন, চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
নাহিদ বলেন, পিরোজপুরের অনেক ভাইয়েরাই জুলাই আন্দোলনে নিহত ও আহত হয়েছেন। আপনারা যারা জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন, আশা করি, এনসিপির এই নতুন সংগ্রামেও আগের মতোই আমাদের সঙ্গে থাকবেন।
পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফয়সাল মাহমুদ শান্ত, জেলা যুগ্ম সমন্বয়কারী নাজমুল ইসলাম সোহাগ ও মাহাবুবুল আলম নাঈমসহ নেতা-কর্মীরা।
এনসিপির এই পদযাত্রা বাগেরহাট হয়ে পিরোজপুর শহরে শনিবার সন্ধ্যায় প্রবেশ করে। এ সময় শত শত মানুষ তাদের শুভেচ্ছা জানায়।
সানজানা