ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৮, ২৩ জানুয়ারি ২০২২

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মাটিকাটার দেওয়ানপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলা থেকে পড়ে বাদল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা থানা বালুয়াহাট গ্রামে। তিনি ওই ভবনটিতেই থাকতেন। নিহতের সহকর্মী মোঃ নাহিদ হাসান জানান, বাদল রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। শনিবার সকালে তৃতীয় তলার ছাদ ঢালায়ের কাজ চলছিল। এ সময় ভবনের পাশ দিয়ে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×