ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবকের আত্মহত্যা ॥ ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২২:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২১

রাজধানীতে যুবকের আত্মহত্যা ॥ ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুরে বন্ধুদের ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। এদিকে পৃথক স্থানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। অন্যদিকে খিলগাঁওয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সূত্র জানায়, রাজধানীর খিলগাঁওয়ে মোঃ পারভেজ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পারভেজের গ্রামের বাড়ি রংপুরের গুনীনাথপুর এলাকায়। খিলগাঁও থানার পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে মেরাদিয়া নোয়াপাড়া এলাকার একটি বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে ছিল ওই যুবক। পরে তাকে সেখান থেকে নামিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই সরোয়ার হোসেন। তরুণকে কুপিয়ে হত্যা ॥ রাজধানীর কমলাপুরে হৃদয় (২০) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। মতিঝিল থানার এসআই মিজানুর রহমান জানান, হৃদয় ভাসমান হিসেবে মতিঝিল ও কমলাপুর এলাকায় থাকত। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত সাড়ে ১১টার দিয়ে কমলাপুর বাজার রোড এলাকায় প্রতিপক্ষ হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু ॥ মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেটে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভেতরে একটি ১০তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে সজীব (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের ভাই নাহিদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেটের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির ভেতরে একটি নির্মাণাধীন ভবনের ১০তলায় কাজ করছিলেন সজীবসহ কয়েক শ্রমিক। এ সময় অনবধানতাবশত সজীব নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
×