ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আকাশে জখম শত শত উড়ন্ত পাখি

প্রকাশিত: ২২:১৪, ১৮ আগস্ট ২০২১

আকাশে জখম শত শত উড়ন্ত পাখি

ঘুড়ি ওড়ানোর জন্য মাঞ্জা দেয়া সুতায় গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লীর আকাশে শত শত পাখি জখম হয়েছে। ভারতে নিষিদ্ধ ‘চাইনিজ মাঞ্জা’ সুতায় ঘুড়ি ওড়ানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সুতার সঙ্গে ধাক্কা লাগার পর উড়ন্ত পাখির পাখা কেটে যাওয়া বা অত্যধিক রক্তক্ষরণের কারণে বেশ কিছু পাখির মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। ২০১৭ সালে ঘুড়ি ওড়ানোর জন্য ব্যবহৃত এই বিশেষ সুতা নিষিদ্ধ করা হয়। এ সুতায় কাঁচের টুকরা দিয়ে মাঞ্জা দেয়া হয়। নিষিদ্ধ করা হলেও দিল্লীর বিভিন্ন দোকানে এ সুতা এখনও বিক্রি হয়। গত রবিবার দিল্লীতে পাখিদের একটি হাসপাতালে অন্তত ১৫০ পাখি নিয়ে যাওয়া হয়েছে। এ পাখিগুলোর প্রত্যেকটির শরীরে সুতার কারণে জখম রয়েছে। সোমবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও শতাধিক পাখি। ওই হাসপাতালের একজন চিকিৎসক বলছেন, নিষিদ্ধ এই সুতার ব্যবহার এ বছর মোটেও কমেনি। আর ৪৮ ঘণ্টায় এই সুতায় জখম হওয়া অন্তত ১৫টি পাখির মৃত্যু হয়েছে। প্রচণ্ড ধাক্কা বা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পাখিগুলোর মৃত্যু হয়েছে। কোন কোন পাখি আর কখনও উড়তে পারবে না। রাখিবন্ধন ঘিরে সামনের দিনগুলোতে ঘুড়ি ওড়ানো বেড়ে যাবে ও সে কারণে দিল্লীর আকাশে এভাবে পাখির জখম হওয়া ও মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সেখানকার একটি সংস্থা ওয়াইল্ডলাইফ রেসকিউ। জখম হওয়া পাখিগুলোর মধ্যে কবুতর, কাক থেকে ঈগল পর্যন্ত রয়েছে। -টাইমস অব ইন্ডিয়া।

আরো পড়ুন  

×