ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা ও আশপাশের জেলায় সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত: ০৯:৪৮, ১৫ মে ২০২৫; আপডেট: ০৯:৪৯, ১৫ মে ২০২৫

ঢাকা ও আশপাশের জেলায় সেনা ক্যাম্পের হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী

ছ‌বি: সংগৃহীত

আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের জেলাগুলিতে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পগুলোর হালনাগাদ যোগাযোগ নম্বর প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত ১৩ই মে সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সন্দেহজনক কোনো কার্যকলাপের তথ্য দিতে কিংবা জরুরি সহায়তা পেতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিম্নোক্ত এলাকাসমূহের বাসিন্দারা নিচের নম্বরগুলোতে ফোন করে সহায়তা চাইতে পারবেন:

গাজীপুর, কোনাবাড়ি, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, কাপাসিয়া, কালীগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও ও গজারিয়া:
📞 ০১৭৬৯-০৯৫১৯৮
📞 ০১৭৬৯-০৯৫২৫০
📞 ০১৭৬৯-০৯১০২০

ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলস্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালি, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী:
📞 ০১৭৬৯-০৯২৪২৮
📞 ০১৭৬৯-০৯৫১৯৮
📞 ০১৭৬৯-০৯৫২৫০
📞 ০১৭৬৯-০৯১০২০

সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মাওচাক ও মানিকগঞ্জ:
📞 ০১৭৬৯-০৯৫২০৯
📞 ০১৭৬৯-০৯৫১৯৮
📞 ০১৭৬৯-০৯৫২৫০
📞 ০১৭৬৯-০৯১০২০

ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর:
📞 ০১৭৬৯-০৯৩৫০৯
📞 ০১৭৬৯-০৯৫১৯৮
📞 ০১৭৬৯-০৯৫২৫০
📞 ০১৭৬৯-০৯১০২০

এয়ারপোর্ট এলাকা, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখান ও উত্তরার পূর্বাংশ:
📞 ০১৭৬৯-০২৫৭৬৬
📞 ০১৭৬৯-০২৫৭৬৯
📞 ০১৭৬৯-০২৫৮৬৫
📞 ০১৭৬৯-০২৫৭৬৭

মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭ ও ১০, দোয়ারীপাড়া, রূপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও মনিপুর:
📞 ০১৭৬৯-০৫০৭১০
📞 ০১৭৬৯-০৫০৬৯৩
📞 ০১৭৬৯-০৫০৬৯৫
📞 ০১৭৬৯-০৫০৬৯৬

উত্তরা পশ্চিম ও তুরাগ থানা:
📞 ০১৭৬৯-০৮২৮৩৬
📞 ০১৩১৮-৩৭১৫৫৪
📞 ০১৩১৮-৩৭১৫৫৫

দারুস সালাম ও শাহ আলী থানা:
📞 ০১৭৬৯-০৩৩৭০০
📞 ০১৭৬৯-০৩৩৭০২
📞 ০১৭৬৯-০৩৩৭০৪

গুলশান, বনানী, ভাটারা ও বাড্ডা:
📞 ০১৭৬৯-০৫০২৮৩
📞 ০১৭৬৯-০১১৫৫৯

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা:
📞 ০১৭৬৯-০৫৩১৪৪

রামপুরা, সবুজবাগ ও তেজগাঁও শিল্প এলাকা:
📞 ০১৭৬৯-০৫৩১৬৮

ক্যান্টনমেন্ট, কাফরুল ও ভাসানটেক:
📞 ০১৭৬৯-০৫১৮২৫
📞 ০১৭৬৯-০১৯০৭৩
📞 ০১৭৬৯-০১৩২৩৬

হাজারীবাগ, ধানমণ্ডি, কলাবাগান ও নিউ মার্কেট এলাকা:
📞 ০১৮৯৭৯১৪৮৬২
📞 ০১৮৯৭৯১৪৮৬৩
📞 ০১৮৯৭৯১৪৮৬৪
📞 ০১৮৯৭৯১৪৮৬৫
📞 ০১৭৬৯০৫১৮৩৮
📞 ০১৭৬৯০৫১৮৩৯

শেরে বাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর:
📞 ০১৮১৫৭৯৫৯৫১
📞 ০১৭৬৯০৫৯৮৮৮
📞 ০১৭৬৯০৫১৮৩৮
📞 ০১৭৬৯০৫১৮৩৯

তেজগাঁও:
📞 ০১৭৬৯০১৯৪০৯
📞 ০১৭৬৯০১৯৪১৫
📞 ০১৭৬৯০৫১৮৩৮
📞 ০১৭৬৯০৫১৮৩৯

লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর:
📞 ০১৭৬৯০১৩৪৩৯
📞 ০১৬১৯৮৩২০৬৯
📞 ০১৭৬৯০৫১৮৩৮
📞 ০১৭৬৯০৫১৮৩৯

সেনাবাহিনী নাগরিকদের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত আছে বলে জানানো হয়েছে।

এএইচএ

আরো পড়ুন  

×