ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিডায় যুক্ত হচ্ছে ৬ সেবা

প্রকাশিত: ১৭:৩১, ২৯ ডিসেম্বর ২০২০

বিডায় যুক্ত হচ্ছে ৬ সেবা

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এবার বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হচ্ছে নতুন আরও ছয়টি সেবা। আগামী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সেবাগুলো উদ্বোধন করা হবে। বিডা সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে ওএসএসে নতুন ছয়টি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমান। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন এবং বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন চেম্বার অব কমার্সের (FBCCI, MCCI, DCCI, CCCI, FICCI) সভাপতি ও বিডাসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
×