ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংক্রমণে বিশ্ব রেকর্ড ভেঙ্গে চুরমার ভারতের

প্রকাশিত: ২৩:১৩, ১ সেপ্টেম্বর ২০২০

সংক্রমণে বিশ্ব রেকর্ড ভেঙ্গে চুরমার ভারতের

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়েছে। আর ভারত সংক্রমণে বিশ^ রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছে। নতুন করে সেখানে ৭৯ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে। এছাড়া সৌদিতে এপ্রিলের পর সর্বনিম্ন রেকর্ড করেছে। বিশ্বব্যাপী সোমবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দুই কোটি ৫৫ লাখ ৯ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছেন আট লাখ ৫২ হাজার ৪০৩ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৭৮ লাখ ৫ হাজার ৭৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৮ লাখ ৪০ হাজার ৭৩১ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৬১ হাজার ৮৮ জন। একদিনে সারাবিশে^ আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ৭১৩ জন। মারা গেছেন চার হাজার ১৮৩ জন। আগের দিন সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৭৪৬ জন। মারা গেছেন পাঁচ হাজার ৩০৫ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, সৌদি গেজেট, আরব নিউজ, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। বিশ্বে একদিনে করোনা আক্রান্তের সব রেকর্ড ভেঙ্গে চুরমার করেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ হাজার ৪৫৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৬০ জন। করোনা মহামারীতে গত সাতদিন ধরে নজিরবিহীন সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। শনিবার দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যা বিশ্বে যেকোন দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৬১ লাখের বেশি ॥ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬১ লাখ ৭৫ হাজার আটজনের করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ৮৭ হাজার ২২৭ জন। যা এখন পর্যন্ত সব দেশের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সৌদিতে নিয়ন্ত্রণে করোনা ॥ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনা মহামারী। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে ধারাবাহিকভাবে আক্রান্ত ও মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এর মধ্যে গত এপ্রিলের পর থেকে দেশটিতে সবচেয়ে কমসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে।
×