ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন পর দুবাই থেকে এলো বিমানের ফ্লাইট

প্রকাশিত: ২৩:২৬, ১৫ জুলাই ২০২০

দীর্ঘদিন পর দুবাই থেকে এলো বিমানের ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন বন্ধ থাকার পর দুবাই থেকে বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট নিরাপদে ঢাকায় ফিরেছে। মঙ্গলবার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণর করে। সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকা থেকে দুবাই রওনা হয় ওই ফ্লাইট। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে ১৮৬ জন যাত্রী ছিলেন। দুবাইয়ের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এছাড়া ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ওমানের মাস্কাটে আটকেপড়া ২৫৪ জনকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ২৫৪ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, মাস্কাটফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে তিন গšতব্য ছাড়া সব আন্তর্জাতিক রুটে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে দুবাই, আবুধাবি ও লন্ডন ছাড়া সব গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সব ধরনের যানবাহনের সঙ্গে প্লেন চলাচলও বন্ধ করে দেয় সরকার। সাধারণ ছুটির পর পরবর্তী সময়ে ১ জুন থেকে অভ্যন্তরীণ ও ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়। ২১ জুন থেকে লন্ডন, ১৩ জুলাই থেকে দুবাই এবং ১৪ জুলাই থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একাধিকবার সময় বাড়িয়ে মঙ্গলবার তিন গন্তব্য ছাড়া বাকি সব রুটে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানো হলো। এর মধ্যে সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট পর্যন্ত এবং বাকি সব আন্তর্জাতিক রুটে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল ঘোষণা করে বিমান।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!