ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

খালের মুখ বন্ধ ॥ ৮ হাজার একর বোরো পানিতে

প্রকাশিত: ২০:০২, ৩০ মে ২০২০

খালের মুখ বন্ধ ॥ ৮ হাজার একর বোরো পানিতে

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২৯ মে ॥ বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নে একটি প্রভাবশালী চক্রের লোভে সর্বনাশের মুখে পড়েছে শত শত বোরো চাষী। পানি প্রবাহের ক্যানেলের মুখে পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় আট হাজার একর জমির উঠতি বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ঘটনায় চাষীরা ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। চাষীদের সর্বনাশের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দামোদরপুর ইউনিয়নের সৌলারবিলসহ ১০ গ্রামে। চাষীদের দাবি দ্রুত সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে তারা এক ছটাক ধানও ঘরে তুলতে পারবে না বলে আশঙ্কা করছে।
×