স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৮ সদস্য মধ্যে আরও একজন মারা গেছে। তার নাম আবুল বাশার ইমন (২৮)। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, আগুনের ঘটনায় মা নুরজাহান বেগম (৭০) ছেলে কিরন ( ৫৫), নাতি আবুল বাশার ইমনসহ (২৮) মোট তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও একই পরিবারের ৫ সদস্য।