ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিবির অভিযানে দুর্ধর্ষ ৫ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১২:০৪, ২৬ জানুয়ারি ২০২০

ডিবির অভিযানে দুর্ধর্ষ ৫ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ওরা দুর্ধর্ষ ছিনতাইকারী। ডাকাতির পাশাপাশি নির্জন রাস্তা থেকে অনেকের মোটরসাইকেল থামিয়ে টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিতো। এরপর ছিনিয়ে নেয়া মোটরসাইকেলের চেসিস নম্বর পরিবর্তন করে ভুয়া রেজিস্ট্রিশন কাগজ তৈরি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করত। এরকমই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মানিক, মোঃ সুজন শেখ, মোঃ ইমন, মোঃ লিটন সরদার ও মোঃ রমজান হোসেন। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, তিনটি বড় ধারাল চাপাতি ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মাসুদুর রহমান। ডিসি মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতভর ডিবি পুলিশের পূর্ব বিভাগের একাধিক দল রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি পিস্তল, ধারাল অস্ত্র ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। এর আগেও তারা গ্রেফতার হয়েছিল। তবে জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়।
×