
অনলাইন রিপোর্টার ॥ স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে নূর তাপস।
তাপসের ব্যক্তিগত সহাকারী তারেক শিকদার জানিয়েছেন, ফজলে নূর তাপস নিজে গিয়ে স্পিকারের কাছে পদত্যাপত্র জমা দিয়ে এসেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার সকালে তার মনোনয়নের বিষয়ে ঘোষণা করেন। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাপস।