ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

রানীনগরে রাস্তার ইটে প্রভাবশালীর বাড়ি নির্মাণ

প্রকাশিত: ০৯:৫২, ৩০ জুন ২০১৯

 রানীনগরে রাস্তার  ইটে প্রভাবশালীর বাড়ি নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুন ॥ রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের মালঞ্চি গ্রামের রাস্তার সরকারী ইট দিয়ে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী আনোয়ারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের আসাদুজ্জামান নামে এক ব্যক্তি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগে জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের মালঞ্চি গ্রামের ভেতরে ৭শ’ ফুট ইট সোলিং রাস্তার ইটগুলো তুলে ফেলে এলজিএসপির আওতায় চলতি অর্থবছরে সেখানে সিসি ঢালাইয়ের কাজ করা হয়। এর ব্যবহৃত প্রায় ১০ হাজার ইট ওই গ্রামের অন্যান্য রাস্তার উন্নয়নের কাজে ব্যবহারের জন্য একটি ফাঁকা জায়গায় রাখা হয়। কিন্তু কাউকে কিছু না জানিয়ে ইটগুলো নিয়ে গিয়ে বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করছেন ওই গ্রামের ইদন আলীর ছেলে প্রভাবশালী আনোয়ার হোসেন। গ্রামের লোকজন তাকে ইট নিয়ে যেতে নিষেধ করলেও কাউকে তোয়াক্কা না করে সে বাড়ির কাজে ইট ব্যবহার করতে থাকে। এ সময় নিরুপায় হয়ে গ্রামবাসীর পক্ষ থেকে এ ঘটনার প্রতিকার চেয়ে ওই গ্রামের আসাদুজ্জামান নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আমি অভিযোগটি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠিয়েছি।
×