স্টাফ রিপোর্টার ॥ সরকারী ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আইনী নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রীমকোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান এ নোটিস পাঠিয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিকে এই নোটিস পাঠানো হয়। নোটিসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিসের জবাব দেয়ার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। তবে বেঁধে দেয়া এই সময়ের কোন পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন নোটিস প্রদানকারী আইনজীবী।
সরকারী ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে আইনী নোটিস
প্রকাশিত: ১১:০০, ৩০ জানুয়ারি ২০১৯
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: