স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ১৯০ বছরে পা দিল রাজশাহী কলেজিয়েট স্কুল। এ উপলক্ষে আজ শুক্র ও কাল শনিবার স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ড. নূরজাহান বেগম জানান, চার পর্বে সাজানো হয়েছে দুই দিনের অনুষ্ঠান। শুক্রবার সকালে প্রথম অধিবেশনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বের করা হবে একটি বর্ণাঢ্য র্যালি।