ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় হাতাহাতি

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ মার্চ ২০১৮

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় হাতাহাতি

সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ২৭ মার্চ ॥ বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। মুক্তিযোদ্ধারা জানান, সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়াকে অনুষ্ঠানের সঞ্চালক সাবেক কমান্ডার সম্বোধন করে। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ। এতে মুক্তিযোদ্ধা হারুন মিয়া ও তার সমর্থক মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে প্রতিবাদ জানালে মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর ও তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়া জানান, ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ সাবেক কমান্ডার সম্বোধন করেছে। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা দুঃখ প্রকাশ করেছেন বলে জানান তিনি। মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর বলেন, সাবেককে সাবেক বলায় দোষ হয়েছে। সুন্দর অনুষ্ঠানটি প- করায় প্রতিবাদ করেছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফউদ্দিন বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়াকে সাবেক কমান্ডার হিসেবে সম্বোধন করেছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বলেন, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের অনেক দিন আগে দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও আইনী জটিলতা দেখিয়ে মুক্তিযোদ্ধারা দায়িত্ব ছেড়ে দেননি। যেহেতু মেয়াদ নেই, সেহেতু সমাজসেবা কর্মকর্তা সাবেক কমান্ডার সম্বোধন করেছেন। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
×