নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ মার্চ ॥ সদর উপজেলার মস্তফাপুরে লোহারডাঙ্গা এলাকায় ঢাকাÑবরিশাল মহাসড়কে শ্রমিক ইউনিয়নের চাঁদা তুলতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাবুল বেপারি (৪৫) নামের এক শ্রমিক সোমবার ভোরে।
সোমবার রাত প্রায় ১টার দিকে একত্রে ৪-৫ টি ট্রাক স্ট্যান্ডে আসলে চাঁদা উঠানোর জন্য বাবুল ট্রাকগুলোকে সিগন্যাল দিলে ট্রাক না থামিয়ে বরিশালের দিকে চলে যেতে থাকে। এ সময় শ্রমিক বাবুল একটি মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধরার জন্য লোহারডাঙ্গা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক বাবুলের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়।
ট্রাকের ধাক্কায় ওই শ্রমিক মারাত্মক আহত হলে তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায়।
গাজীপুরে বাইসাইকেল আরোহী
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, সোমবার ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। তার নাম হুমায়ুন কবীর (২৫)। সে গাজীপুর সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ফু ওয়াং কারখানায় চাকরি করে হুমায়ুন। সোমবার সকালে সে বাইসাইকেলযোগে কারখানায় যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছলে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন দিক দিয়ে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী হুমায়ুন নিহত হয়।
হাটহাজারীতে
শ্রমিক
নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী ্উপজেলা সদরের হাসপাতাল সড়কের কাছে সোমবার সকালে মহাসড়ক অতিক্রম করার সময় রুহুল আমিন (১৭) নামের এক শ্রমিক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে। সে নেত্রকোনা জেলার দুর্গাপুর গ্রামের আইনুদ্দীনের পুত্র। রুহুল আমিন কাজ করতে যাওয়ার জন্য সড়ক অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।