
মন পড়ে ফেলা বিষয়টা নেহাতই কাল্পনিক। আদতে কি তা সম্ভব? এই প্রশ্নকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে নতুন একটি প্রযুক্তি। নয়া প্রযুক্তিতে, কাকে নিয়ে আপনি ভাবছেন সেটা বলে দেয়া যাবে সহজেই। তার ছবিটা স্পষ্ট হয়ে উঠবে। ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরোর গবেষক ড্যান নেম্রোদফ, এমনই এক পদ্ধতি আবিষ্কার করেছেন। আর এই পদ্ধতিতে একজন মানুষ কার কথা চিন্তা করছেন, তা বোঝা যাবে অনায়াসেই। এই প্রযুক্তির নাম ইলেক্ট্রোএনকেফ্যালোগ্রাফি।
গবেষক ড্যান জানিয়েছেন, ‘আমরা যখন কিছু দেখি, তার একটা ছবি তৈরি করে নেয় আমাদের মস্তিষ্ক। ইইজির (ইলেক্ট্রোএন-কেফ্যালোগ্রাফি) সাহায্যে সেই ছবির একটি সঠিক চিত্র ধরা যায়।’ গবেষক ও তার টিম সম্প্রতি এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ‘মাইন্ড রিড’ করতে পারে। ব্রেন ওয়েভ বিশ্লেষণ করে, সেই পদ্ধতি সৃষ্টি করে ভাবনায় থাকা মানুষটির মুখাবয়ব।
বৈজ্ঞানিক জার্নাল ‘ইনিউরো’তে প্রকাশিত হয়েছে এই গবেষণার কথা। এবং বিজ্ঞানের ভাষায় সেখানে বলা হয়েছে যে, ‘মেন্টাল ইমপ্রেশন’কে ‘ডিজিটালি রিক্রিয়েট’ করেই এই ছবি পাওয়া যায়। আরও জানা গেছে, নেহাতই একটা আউটলাইন নয়। এই প্রযুক্তিতে একেবারে গোটা মুখটাই এঁকে ফেলা সম্ভব। সূত্র : জিনিউজ