ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

সিলেটে ভাইয়ের হাতে ভাই

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ আগস্ট ২০১৭

সিলেটে ভাইয়ের হাতে ভাই

স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, জকিগঞ্জ উপজেলা সদরে সৎ ভাইকে কুপিয়ে হত্যা করেছে আরেক ভাইকে। হোটেল ব্যবসায়ী কামাল আহমদকে (৫৫) তার সৎ ভাই জাকির হোসেন (৩০) ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত কামালের ভাই জামাল আহমদ জানান, খলাছড়া গ্রামের মৃত সফিকুর রহমান সফই মিয়ার প্রথম স্ত্রীর ছেলে কামাল আহমদ জকিগঞ্জ বাজারে তার মালিকানাধীন লাকি হোটেলের পেছনের বাসায় ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে সফই মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান জাকির হোসেন ঘুমন্ত কামাল আহমদকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এলোপাতাড়ি দায়ের কোপে কামালের পা, বুক, কোমর ও কাঁধে মারাত্মক জখম হয়। নিহত কামালের ২ মেয়ে ১ ছেলে রয়েছে। জামালপুরে ছেলের হাতে মা নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রণরামপুর গ্রামে মাকে লাঠিপেটা করে হত্যা করেছে ছেলে। সোমবার রাতে এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিহত মা হাজেরা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই ওই বাড়ি থকে হাজেরা বেগমের ছেলে মনির উদ্দিনকে গ্রেফতার করেছে। জানা গেছে, রণরামপুর গ্রামের জালেক আলীর ছেলে রাজমিস্ত্রি মনির উদ্দিন দিনের কাজ শেষে রাত নয়টার দিকে বাড়ি ফিরে তার মা হাজেরা বেগমের (৪৫) কাছে ভাত খেতে চান। ভাত দিতে দেরি হওয়ায় রাগ করে তিনি তার মা হাজেরা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হবিগঞ্জে গ্রাম্য মাতবর নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, মঙ্গলবার ভোরে একদল সশস্ত্র দুর্বৃত্তের কোপে মাধবপুরের সীমান্তবর্তী পল্লী শিবনগরে জহিরুল ইসলাম (৭০) নামে গুরুতর আহত এক গ্রাম্য মাতব্বর ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন একইদিন দুপুরে মারা গেছে। পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ২টার দিকে ওই গ্রামের নিজ গৃহে একদল দুবর্ৃৃত্ত প্রবেশ করে জহিরুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় জহিরুল মাটিয়ে লুটিয়ে পড়লে মৃত্যু হয়েছে ভেবে দুর্বৃত্তরা তাকে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে জহিরুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বি-বাড়িয়া হাসপাতালে এবং পরে ঢাকার ধানম-ির একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হলে দুপুরের দিকে তিনি মারা যান। রংপুরে ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, পীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যাটারিচালিত ভানচালক মিলন মিয়া (৩২) খুন হয়েছে। সোমবার রাতে উপজেলার গুর্জিপাড়া-খালাশপীর সড়কের কাঞ্চনপুর গ্রামসংলগ্ন এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মদনখালী ইউনিয়নের ধাড়াকোল গ্রামের টুলু মিয়ার পুত্র দুই সন্তানের জনক মিলন মিয়া একজন ব্যাটারিচালিত ভ্যানচালক।প্রতিদিনের মতো মিলন মিয়া ভ্যান চালিয়ে সোমবার রাতে বাড়ি ফেরার পথে কাঞ্চনপুর গ্রাম এলাকায় ছিনতাকারীর কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার পর রাস্তার পার্শ্বে ধানক্ষেতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। গাজীপুরে বিধবা স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে মঙ্গলবার এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজমা বেগম (৩৮)। সে কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, স্বামীর মৃত্যু পর নাজমা বেগম কালিয়কৈরের মুদিপাড়া (খাঁ পাড়া) এলাকার বাড়িতে একা বসবাস করতেন। মঙ্গলবার প্রতিবেশীরা ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। চুয়াডাঙ্গায় যুবক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, আলমডাঙ্গা উপজেলার যাদবপুর-কুমারী গ্রামের সেচ ক্যানেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক কামরুল ইসলাম (২২) চুয়াডাঙ্গা শহরতলি দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার আব্দুস সালামের ছেলে। নিহতের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে কামরুল গত সোমবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। সে চার্জার অটো ভাড়া নিয়ে চালাতো। এদিন বিকেলে সে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে ভাড়ায় যায়। এরপর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেলে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। রূপগঞ্জে যুবক নিজস¦ সংবাদদাতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে জানান, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের সংলগ্ন থেকে চোখ-মুখ বাঁধা অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
×