ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় চাঁদাবাজদের হামলায় নারীসহ আহত ১০

প্রকাশিত: ০৮:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ফতুল্লায় চাঁদাবাজদের হামলায় নারীসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবর নগর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার শিকার ব্যবসায়ী আলী হোসেন জানান, তিনি বক্তাবলীতে ইটখোলায় মাটির ব্যবসা করেন। স্থানীয় সন্ত্রাসী সামাদ আলী দীর্ঘদিন ধরে পাশের একটি ইট খোলা থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর মধ্যে দুই লাখ টাকা পরিশোধ ও করা হয়েছে। আমি বলি ওই ইটখোলাটি গরিব লোকের এবং ওইটা থেকে চাঁদা নিতে বারণ করি। এই কারণে বাকি চাঁদার দাবিতে সামাদ আলী ও তার লোকজন হুমকি দিয়ে আসছিল। হুমকির কথা পুলিশকে জানিয়ে সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। বিষয়টি জানতে পেরে সামাদ আলীর লোকজন ক্ষিপ্ত হয়ে আমার বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর লুটপাট করে। পরে পেট্রোল ঢেলে ৫টি ঘর আগুনে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×