ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে চামড়া কারখানায় আগুন, চার শিশু দগ্ধ

প্রকাশিত: ০৮:৩২, ২ ডিসেম্বর ২০১৬

হাজারীবাগে চামড়া কারখানায় আগুন, চার শিশু দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগের একটি চামড়া কারখানার আগুনে চার শিশু দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, দগ্ধ শিশুদের মধ্যে শ্রমিক সজীবের (১৩) শ্বাসনালীসহ শরীরের ৬১ শতাংশ পুড়ে গেছে। আর শিশু তানজিদের শরীরের ১৫ শতাংশ, জ্যোৎস্নার ছেলে হেদায়েতুল্লাহর ১৪ শতাংশ ও আসাদুজ্জামানের ৫ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের কোম্পানিঘাটের দোতলা বাড়ির নিচ তলায় তানজিদ লেদার কারখানায় শিশু শ্রমিকরা কাজ করছিল। এ সময় ওই লেদার কারখানার পাশেই শ্রমিকদের জন্য রান্না করছিলেন এক মহিলা। লেদার কারখানার পাশেই রান্না ঘর থেকে হঠাৎ আগুন লগে তা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার দুই শিশু শ্রমিকসহ চার শিশু দগ্ধ হয়। পরে স্থানীয়রা চার শিশুকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনটে ভর্তি করেছে।
×