ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৪:১৫, ২ ডিসেম্বর ২০১৬

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ ॥ বার্নিকাট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ মুসলিম ঐতিহ্যের অংশবিশেষ। অনন্য পুরার্কীতির এ মসজিদটি পৃথিবীর জন্য আশীর্বাদ। এটি সংস্কার করে আবার আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মসজিদের পুরার্কীতিগুলোয় সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন রয়েছে। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। বৃহস্পতিবার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রতœতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। এরপর দুপুরে রাষ্ট্রদূত বার্নিকাটঅর্থায়নে পরিচালিত বাগেরহাট সদর উপজেলায় স্প্রিং-বাংলাদেশের কার্যক্রম পরিদর্শন করেন। স্প্রিং প্রকল্পের সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বাছারপাড়া গ্রামে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মায়েদের নিয়ে গঠিত একটি কৃষক পুষ্টি স্কুল পরিদর্শন করেন। চট্টগ্রামে বন্ধু হত্যার দায়ে ১৯ বছর পর যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বন্ধুকে ডেকে নিয়ে হত্যার অপরাধে এক আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। ১৯ বছর আগে নগরীর বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকায় ঘটেছিল এ হত্যাকা-। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিন এ রায় প্রদান করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মেজবাহ উদ্দিন জানান, দ-িত আসামি. ইউনুস পলাতক রয়েছে। বাকি যে তিন আসামি বেকসুর খালাস পেয়েছে তারা হলেন নসরতউল্লাহ, ইকবাল ওরফে ইব্রাহিম ও গোলাম মোরশেদ। মোট চারজনের সাক্ষ্যে ইউনুসের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৩ নবেম্বর দুপুরে টেপ রেকর্ডার কেনার কথা বলে আসামি ইউনুস তার বন্ধু শমসের আলীকে বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকায় নিয়ে যায়। সেখানে আরও তিন বন্ধু ছিল। সেখানে একটি রিক্সার গ্যারেজে শমসেরকে গুলি করে হত্যা করা হয়।
×