ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দ্রুত বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সমাবেশ

টাঙ্গাইলে ফারুক হত্যা

প্রকাশিত: ০৪:২৯, ১৬ অক্টোবর ২০১৬

টাঙ্গাইলে ফারুক হত্যা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ অক্টোবর ॥ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানাসহ অন্যদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ। শনিবার দুপুরে স্থানীয় শহীদ মিনারে তারা প্রতিবাদ সমাবেশ করেন। জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার উল আলম শহীদ, সেলিম তালুকদার, আব্দুর সবুর খান বীর বিক্রম, ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ফারুক আহমদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীও ছিলেন। পুলিশের তদন্ত রিপোর্টে খান পরিবারের হাতে সে নির্মমভাবে হত্যা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু হত্যা এবং রাজাকারদের হত্যার বিচার করতে পারে। তাহলে তিনি অবশ্যই মুক্তিযোদ্ধা ফারুক হত্যারও বিচার করবেন। এর আগে শহরের নিরালা মোড়ে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা ও উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!