ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় ওসিসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ জুলাই ২০১৬

জামালপুরে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় ওসিসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৩ জুলাই ॥ জামালপুর রেলস্টেশনে জিআরপি পুলিশের পিটুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী (৭০) মারা যাওয়ার ঘটনায় ওসিসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরহুমের বড় ছেলে মিজানুর রহমান ওরফে মুকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাত ১০টায় জামালপুর জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ওই থানার সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌর চন্দ্র মজুমদার, বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল তপন বড়–য়া, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ছোরহাব আলী ও টিকেট কালেক্টর আনিছুর রহমান। এ প্রসঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা ইউনিট কমান্ডার ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম খোকা মঙ্গলবার রাতেই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১১ জুলাই ট্রেনের টিকেট না থাকার অভিযোগে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারীর ছেলে মাজহারুল ইসলাম বাবুকে আটক করে জামালপুর জিআরপি থানা পুলিশ। আটক ছেলেকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে পুলিশের বেদম প্রহারে ও নির্যাতনের শিকার হন আব্দুল বারী। ওইদিন বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার বাদ আছর হাটচন্দ্রা ঈদগাহ্ মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সেনা বাহিনীর একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে গার্ড অব অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর জানাজায় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দীন খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন, সাবেক এমপি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ শফিকুল ইসলাম খোকা, পৌর মেয়র সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান বাদশা প্রমুখ।
×