জনকণ্ঠ ডেস্ক ॥ যুদ্ধবিমান ভূপাতিত করার জেরে তুরস্কের ওপর একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভøালাদিমির পুতিন শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন।
ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা ওই ডিক্রিতে রাশিয়া থেকে তুরস্কে বাণিজ্যিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি তুরস্ক থেকে কিছু পণ্য আমদানি স্থগিতের কথা বলা হয়েছে।
এছাড়া রাশিয়ায় তুর্কি কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং কোন রুশ কোম্পানিতে তুরস্কের কোন নাগরিকের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত মঙ্গলবার সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র ছুড়ে জঙ্গী বিমান ভূপাতিত করার চার দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক তুরস্কের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল মস্কো।
খবর বিবিসি/ওয়েবসাইটের
ডিক্রিতে পুতিনের সই
তুরস্কের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ
প্রকাশিত: ০৮:৩৭, ২৯ নভেম্বর ২০১৫
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: