
ছবি: সংগৃহীত
পুরো জাতিকে মুক্ত করার জন্য একসময় স্লোগান দিয়েছিলেন কুমিল্লার তরুণ আবু বকর সিদ্দিক। কিন্তু আজ সেই আবু বকর স্লোগান তো দূরের কথা, কিছুই উচ্চারণ করতে পারেন না। "হাসিনার পেটোয়া বাহিনী" তার কথা বলার অধিকার, তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে। সে এখন সব প্রশ্নের জবাবে কেবলই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, দিতে পারে না কোনো উত্তর।
ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের স্বপ্নে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে যারা রাজপথে রক্ত ঝরিয়েছেন, বুলেটের সামনে শূন্য হাতে বুক ভরা সাহস আর দেশপ্রেম নিয়ে লড়ে গেছেন, মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেইসব বীরদের লড়াই-সংগ্রামের কথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছে "জুলাই বীরগাথা" শিরোনামে একটি ডকুমেন্টারি সিরিজ। এই সিরিজের প্রথমটি ছিল চোখ হারানো মাহবুবুলকে নিয়ে। কণ্ঠ হারানো জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিকের কথা নিয়ে আজ চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হলো "জুলাই বীরগাথা" সিরিজের দ্বিতীয় গল্প। আবু বকরের চোখের দিকে আপনি তাকাতে পারবেন না, জুলাই মাস এমনই ভয়াবহ সব অভিজ্ঞতার ভেতর দিয়েই এসেছে!
ডকুমেন্টারিটিতে দেখা যায়, ছাত্রলীগের নৃশংসতায় স্মৃতিশক্তি হারানো যুবকের করুণ গল্প। স্মৃতিশক্তি হারিয়ে সে এখন নিজের থেকে কিছুই করতে পারে না।
তথ্যসুত্র: https://www.facebook.com/share/v/19SJTPKpzs/
সাব্বির