
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন।
আজ রাত ১১ টার চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। প্রতিনিধি দলটি আগামী ১৫ জুলাই দেশে ফিরবেন।
আমীরে জামায়াত নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, আমীরে জামায়াতের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব।
চীন সফর উপলক্ষ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে ব্রিফ্রিং করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে গত ৮ জুলাই মঙ্গলবার রাতে ঢাকাস্থ চায়না দূতাবাস চীন সফরের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে সংবর্ধনার আয়োজন করে।
সাব্বির